বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ বিভাগ চাকরির বিজ্ঞপ্তি 2025, বিদ্যুৎ বিভাগ চাকরির খবর ২০২৫, নতুন চাকরির খবর বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, নিয়োগ সার্কুলার 2025 বিদ্যুৎ বিভাগ জব, বিদ্যুৎ বিভাগ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ 2025, বিদ্যুৎ বিভাগ চাকরির বিজ্ঞপ্তি ২০২৫,
Power division Job Circular 2025, New Job Circular Power division Job 2025, Power division Govt Job Circular 2025, Power division Job Circular 2025, Power division Job Circular 2025 Pdf, Power division Job Circular 2025 Pdf Download, Job Circular In Power division 2025,
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (Power Division PD Job Circular 2025) কর্তৃপক্ষ হতে ৩০ সেপ্টেম্বর ২০২৫ ইং প্রকাশ হয়েছে।
বিদ্যুৎ বিভাগ মোট ৩৪ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে ০৪টি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিবে।
অনলাইনে https://pd.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফরম (Application Form) পূরণ করা লাগবে।
PD Job Circular 2025 এ অনলাইনে আবেদন চলবে ০৭ অক্টোবর ২০২৫ ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ও শেষ হবে ২৭ অক্টোবর ২০২৫ ইং বিকেল ৫:০০ ঘটিকায়।
নিচে বিদ্যুৎ বিভাগ নিয়োগ ২০২৫ বা Power Division PD Job Circular 2025 সর্ম্পকে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
গুরুত্বপূর্ণ সময় জানা উচিত Power division Job Circular 2025, New Job Circular Power division
প্রকাশের দিন: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ইং, অফিসিয়াল ওয়েবসাইট।
আবেদন করার শুরুর দিন: ০৭ অক্টোবর ২০২৫ ইং সকাল ১০:০০ ঘটিকা।
আবেদন করার শেষ দিন: ২৭ অক্টোবর ২০২৫ ইং বিকেল ৫:০০ ঘটিকায়।
সার্কুলারে মোট শূন্য পদের হিসাব
বিদ্যুৎ বিভাগ মোট ০৪টি জব ক্যাটাগরি পদে ৩৪ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নিয়োগ দিবে।
বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
শর্ত সাপেক্ষে ০৪টি জব ক্যাটাগরিতে ৩৪ জন নারী ও পুরুষ (শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন) নিয়োগের জন্য বাংলাদেশের নির্দিষ্ট জেলার নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য বিদ্যুৎ বিভাগ আহবান করেছে।
বিদ্যুৎ বিভাগ চাকরিতে আবেদন করার ১ম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
বিদ্যুৎ বিভাগ নিয়োগ ২০২৫ এ শুধুমাত্র বাংলাদেশী ১৮ (আঠারো) বৎসরের ঊর্ধ্বে ও ৩০ (ত্রিশ) বৎসরের মধ্যে (কোটা প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে ১৮ বৎসর ও সর্বোচ্চ ৩২ বৎসর) নারী ও পুরুষ (Female & Male) শিক্ষাগত যোগ্যতা ও পদের অজ্ঞিতা অনুযায়ী আবেদন করতে পারবে।
বিদ্যুৎ বিভাগ চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোন প্রয়োজন নেই। তবে অভিজ্ঞতা সম্পন্ন চাকরির পদের বেতন (Salary) তুলনামূলক একটু বেশি অভিজ্ঞতা (Experience) প্রয়োজন নেই পদের চাইতে।
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বিদ্যুৎ বিভাগ চাকরির বেতন প্রদান করা হবে। চাকরির পদ অনুযায়ী আলাদা আলাদা বেতন স্কেলে (Salary Scale) নিয়োগ প্রাপ্তরা তাদের চাকরির বেতন পাবে।
Power Division PD Job Circular 2025
বিদ্যুৎ বিভাগ নিয়োগ ২০২৫ বা Power Division Job Circular 2025 এ আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। বিদ্যুৎ বিভাগ চাকরির অনলাইন আবেদন চলবে নির্দিষ্ট সময় ব্যাপী। এই সময়ের মধ্যে https://pd.teletalk.com.bd প্রবেশ করে সকল শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন করতে হবে।
বিদ্যুৎ বিভাগ চাকরির আবেদন সম্পূর্ণ করার জন্য টেলিটক প্রিপেইড (Teletalk Pre-Paid) মোবাইল নাম্বার ব্যবহার করে ০২টি এসএমএস (SMS) এর মাধ্যমে আবেদন ফি ১-৩ নং ক্রমিক পদের জন্যে ১০০/- টাকা + ১২/- টাকা চার্জসহ বাবদ মোট ১১২/- টাকা ও ০৪ নং পদের জন্যে ৫০ টাকা + ০৬ টাকা চার্জ বাবদ মোট ৫৬/- টাকা পরিশোধ করতে হবে।
অনলাইনে বিদ্যুৎ বিভাগ চাকরির আবেদন ফি জমা দেওয়ার সময় হচ্ছে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার ৭২ ঘন্টার মধ্যে। কোনভাবেই চাকরির আবেদন ফি জমা দেওয়া ব্যতীত বিদ্যুৎ বিভাগ চাকরির আবেদন সম্পন্ন হবে না।
আমরা আরো বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর গুরুত্বপূর্ণ তথ্য নিচের টেবিলে প্রকাশ করেছি।
বিদ্যুৎ বিভাগ নিয়োগ ২০২৫
নিয়োগকর্তার/সংস্থার নাম | বিদ্যুৎ বিভাগ। |
নিয়োগকর্তার/সংস্থার ধরন | সরকারি |
চাকরির ধরন কি? | সরকারি চাকরি। |
চাকরির সময় | স্থায়ী সরকারি চাকরি। (Permanent Govt Job) |
জব ক্যাটাগরি | ০৪টি। |
মোট লোক সংখ্যা | ৩৪ জন। |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি পাশ, এইচএসসি পাশ, স্নাতক পাস বা সমমান পাস লাগবে চাকরির পদ অনুযায়ী। |
লিঙ্গ | নারী ও পুরুষ। |
অভিজ্ঞতার কতটুকু লাগবে? | নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে, চাকরির পদ অনুযায়ী। |
বয়স সীমা কতটুকু | ০১ অক্টোবর ২০২৫ ইং হিসাব করে, সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বৎসর লাগবে। |
বেতন গ্রেড | ৮,২৫০/- থেকে ২৬,৫৯০/- টাকা। |
আবেদন করার পদ্ধতি/ধরন | অনলাইনে https://pd.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে |
আবেদন ফি কত লাগবে? | ৫৬ ও ১১২/- টাকা। |
ফি জমা দেওয়ার পদ্ধতি | টেলিটক প্রিপেইড (Teletalk Pre-Paid) মোবাইল নাম্বার ব্যবহার করে SMS এর মাধ্যমে |
প্রকাশের তারিখ | ৩০ সেপ্টেম্বর ২০২৫ ইং, অফিসিয়াল ওয়েবসাইট। |
আবেদন শুরুর দিন | ০৭ অক্টোবর ২০২৫ ইং সকাল ১০:০০ ঘটিকা। |
আবেদনের শেষ দিন | ২৭ অক্টোবর ২০২৫ ইং বিকেল ৫:০০ ঘটিকায়। |
কর্তৃপক্ষের ওয়েবসাইট | https://powerdivision.gov.bd |
বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ অফিসিয়াল ইমেজ/PDF
বিদ্যুৎ বিভাগ চাকরির বেতন, আবেদনের শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার বয়স, অভিজ্ঞতা, আবেদন করার নিয়মসহ, সকল প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য অফিসিয়াল চাকরি বিজ্ঞপ্তি ইমেজ পড়তে হবে।
আপনার জন্য আমরা নিচে বিদ্যুৎ বিভাগ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অফিশিয়াল ইমেজ প্রকাশ করেছি। অবশ্যই চাকরিতে আবেদন করার পূর্বেই এই চাকরির সম্পর্কিত সকল তথ্য এই বিদ্যুৎ বিভাগ জব সার্কুলার ইমেজ থেকে জেনে নিন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | power division job circular 2025 এর আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলি:
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://pd.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এছাড়া ফরম পূরণ, জমাদানের নির্দেশাবলী ও অন্যান্য তথ্যাবলীসহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইটে (www.powerdivision.gov.bd ) পাওয়া যাবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(1) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৭ অক্টোবর, ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা;
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৭ অক্টোবর, ২০২৫ তারিখ বিকাল ০৫:০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
ঘ. এ নিয়োগে বর্ণিত ছকের ১ নং ক্রমিকের শূন্যপদ পূরণে ‘সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯’ এবং ২, ৩ ও ৪ নং ক্রমিকের শূন্যপদ পূরণে ‘বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪’ (সংশোধিত ২০২০) অনুসরণ করা হবে।
ঙ. SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১-৩ নং ক্রমিকের পদের জন্য ১০০/- (একশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা এবং ৪ নং ক্রমিকের পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।”
প্রথম SMS: PD<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: PD ABCDEF
Reply: Applicant’s Name, Tk. 112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type PD<Space>Yes<Space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: PD<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: PD YES 12345678
Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for PD Application for post xxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxx).
চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://pd.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন;
জ. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
1. User ID জানা থাকলে: PD<space>Help<space>User<space>User ID & Send to 16222. Example: PD HELP User ABCDEF & send to 16222
II. PIN Number জানা থাকলে: PD<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222. Example: PD HELP PIN 12345678 & send to 16222.
About Us |
---|
jobspointbd.com – জবস পয়েন্ট বিডি বাংলাদেশের সর্বশেষ চাকরির খবর এখন হাতের মুঠোয়। jobspointbd.com (জবস পয়েন্ট বিডি) হলো একটি বিশ্বস্ত জব সাইট যেখানে প্রতিদিন সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ব্যাংক জব, এনজিও জব, শিক্ষক নিয়োগ, আইটি জবসহ সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এখানে আপনি পাবেন: সরকারি চাকরির বিজ্ঞপ্তি – বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি দপ্তর, ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠানের চাকরির খবর বেসরকারি চাকরির সার্কুলার – এনজিও, প্রাইভেট কোম্পানি, আইটি সেক্টর ও ফ্যাক্টরি জব চাকরির প্রস্তুতি সহায়িকা – আবেদন করার নিয়ম, যোগ্যতা, বেতন স্কেল ও পরীক্ষার সময়সূচি চাকরিপ্রার্থীরা যেন সহজেই নিজেদের উপযুক্ত চাকরির খবর খুঁজে পান, সে লক্ষ্যেই জবস পয়েন্ট বিডি নিয়মিত আপডেট হয়ে থাকে। বাংলাদেশে সরকারি ও বেসরকারি চাকরির সর্বশেষ আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 👉 jobspointbd.com |
Power division Job Circular 2025, New Job Circular Power division Job 2025, Power division Govt Job Circular 2025, Power division Job Circular 2025, Power division Job Circular 2025 Pdf, Power division Job Circular 2025 Pdf Download, Job Circular In Power division 2025,
Power division Job Circular 2025, Job Circular 2025 Power division Job, Power division Job Circular Apply 2025, Job Circular Power division 2025, Power division Job Circular Apply 2025, Job Circular Of Power division 2025, Job Circular 2025 Published In Power division,
Circular 2025 Published In Power division, New Job Posts Power division, Power division Jobs Circular 2025, Power division Job Circular Online Apply 2025,
Power division Data Entry Operator Job Circular 2025, Power division Office Assistant Cum Computer Operator Job Circular 2025, Power division Job Apply Instructions 2025 Pdf Download, Power division New Job Circular And Apply Online 2025, How To Apply In Power division Job Circular 2025 Are The Search Option To Apply In Power division Job Circular 2025, Power division Job Apply, Job Circular Of Power division 2025, Job Circular (Power division) 2025, Power division Job Circular And Application Form 2025, Power division Job Exam Date And Power division Exam Result 2025, Power division Job Application Form 2025, Power division Job Apply 2025, Power division Online Apply 2025, Power division Job Apply 2025, Power division New Job Circular 2025 Are Search Options For The Power division Job Circular 2025,Power division Job Circular 2025 , Power division Job Circular 2023 Pdf,