গণ উন্নয়ন প্রচেষ্টা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

Sharing now

গণ উন্নয়ন প্রচেষ্টা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, গণ উন্নয়ন প্রচেষ্টা এনজিও বিশাল নিয়োগ ২০২৫, গণ উন্নয়ন প্রচেষ্টা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, GUP-গণ উন্নয়ন প্রচেষ্টা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি, গণ উন্নয়ন প্রচেষ্টা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, গণ উন্নয়ন প্রচেষ্টা এনজিও”তে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৫

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

Requirements

Education

  • Bachelor/Honors
  • Masters
  • যে কোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।

Additional Requirements

  • Age At most 33 years
  • অতিরিক্ত যোগ্যতাঃ
  • মোটর সাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে চাকুরীতে অগ্রাধিকার দেওয়া হবে।
  • ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • চট্টগ্রাম বিভাগের কাজ করতে ইচ্ছুক প্রার্ধীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।

Responsibilities & Context

  • গণ উন্নয়ন প্রচেষ্টা
  • গণ উন্নয়ন প্রচেষ্টা ১৯৭৩ সাল থেকে জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। সংস্থাটি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথিরিটি কর্তৃক সনদপ্রাপ্ত, সনদ নম্বর ০০৭৬৮-০০৬৪৭-০০৪০৩। সংস্থাটি পিকেএসএফ এর অর্থায়নে গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, বরিশাল, চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় ঋণ কর্মসূচীর শাখা বৃদ্ধির লক্ষ্যে জরুরী ভিত্তিতে উদ্যোমী ও দক্ষ কর্মকর্তা/কর্মচারী নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করছে|
  • শিক্ষানবিশ ক্রেডিট অফিসার (টিসিও)

Compensation & Other Benefits

  • বেতন-প্রবেশনকালীন সময়ে সর্বসাকুল্যে 22,০০০/= টাকা। অনঅভিজ্ঞ হিসবে শিক্ষানবিশকাল হবে 01 বছর তবে 06 মাস পর মূল্যায়ন পরবর্তী 28,000/= টাকা প্রদান করা । 01 বছর পর মূল্যায়ন পরবর্তীতে সংস্থার নিয়মিত কর্মী হিসাবে সংস্থার বেতন কাঠামো অনুসারে প্রদান করা হবে। মোটর সাইকেল থাকলে জ্বালানী খরচ প্রদান করা হবে।

Workplace

Work at office

Employment Status

Full Time

Job Location

Chattogram, Faridpur, Madaripur, Shariatpur

Apply Procedure

Hard Copy

আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ২ কপি সদ্য তোলা রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদ পত্র, পূর্বের প্রতিষ্ঠানের ছাড়পত্র, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, সচল মোবাইল নম্বর সহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, নির্বাহী পরিচালক, গণ উন্নয়ন প্রচেষ্টা, 13 এ/3এ বাবর রোড, ব্লক-বি, মোহাম্মদপুর, ঢাকা-1207 প্রেরণ করতে হবে | লিখিত আবেদনপত্র আগামী 02 অক্টোবর, ২০২৫ ইং তারিখের মধ্যে ইমেইলে careergup@gmail.com / ডাকযোগে/সরাসরি প্রেরণ করার জন্য বলা হলো। মেইলের ক্ষেত্রে অবশ্যই বিষয়ে পদের নাম উল্লেখ করতে হবে। খামের উপর অবশ্যই পদের নাম ও নিজ জেলা লিখতে হবে।

সংস্থায় চাকুরীতে মনোনীত হলে নিকটতম আত্মীয়সহ ২ জন ব্যক্তির জামিনদার হলফনামা দিতে হবে এবং প্রার্থীকে দেশের যেকোন অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে। উল্লেখ্য: লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচী পরবর্তীতে মোবাইলের মাধ্যমে জানানো হবে । দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উল্লেখিত সকল শর্ত পূরণকারী প্রার্থীদের আবেদন করার জন্য বলা হলো কোন কারণ উল্লেখ ছাড়াই নিয়োগ বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন “চাকুরী পাওয়ার ক্ষেত্রে যে কোন ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে । অধ্যয়নরত প্রার্থীদের আবেদন না করার জন্য অনুরোধ করা হলো। সতর্কীকরণ: নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে আর্থিক লেনদেন সংস্থার নীতিমালা পরিপন্থি। নিয়োগ সংক্রান্ত কোন প্রকার আর্থিক লেনদেনের দায়ভার সংস্থা বহন করবে না।

*যে সব প্রার্থীরা যারা আগে আবেদন পাঠাবেন (ই-মেইল/ডাকযোগে) তাদের আগে কল করা হবে।

আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।

Company Information

Address:

Rajoir, Madaripur

About Us
jobspointbd.com – জবস পয়েন্ট বিডি
বাংলাদেশের সর্বশেষ চাকরির খবর এখন হাতের মুঠোয়। jobspointbd.com (জবস পয়েন্ট বিডি) হলো একটি বিশ্বস্ত জব সাইট যেখানে প্রতিদিন সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ব্যাংক জব, এনজিও জব, শিক্ষক নিয়োগ, আইটি জবসহ সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এখানে আপনি পাবেন:
সরকারি চাকরির বিজ্ঞপ্তি – বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি দপ্তর, ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠানের চাকরির খবর
বেসরকারি চাকরির সার্কুলার – এনজিও, প্রাইভেট কোম্পানি, আইটি সেক্টর ও ফ্যাক্টরি জব
চাকরির প্রস্তুতি সহায়িকা – আবেদন করার নিয়ম, যোগ্যতা, বেতন স্কেল ও পরীক্ষার সময়সূচি
চাকরিপ্রার্থীরা যেন সহজেই নিজেদের উপযুক্ত চাকরির খবর খুঁজে পান, সে লক্ষ্যেই জবস পয়েন্ট বিডি নিয়মিত আপডেট হয়ে থাকে।
বাংলাদেশে সরকারি ও বেসরকারি চাকরির সর্বশেষ আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 👉 jobspointbd.com

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

GUP Ngo Job Circular 2025 Pdf Download,GUP Ngo Job Circular 2025 Apply Online,GUP Ngo Job Circular 2025,GUP Ngo Job Circular 2025 Bdjobs,All Ngo Job Circular 2025,

Sharing now

Leave a Comment