পল্লী বিকাশ কেন্দ্র এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, পল্লী বিকাশ কেন্দ্র এনজিও বিশাল নিয়োগ ২০২৫, পল্লী বিকাশ কেন্দ্র এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
Requirements
Education
- HSC
- বানিজ্য বিভাগে এইচএসসি /সমমান পাশ।
Additional Requirements
- Age At most 32 years
- প্রার্থীদের কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা থাকলে অগ্রাধিকার
Responsibilities & Context
পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে) মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত (০০৫২৯-০৩৯৯৬-০০১৯০) এবং পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং নিজস্ব অর্থায়নে পরিচালিত দেশের একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা। দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় শহর ও গ্রামে চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচী সম্প্রসারণের জন্য জরুরী ভিত্তিতে নিম্নলিখিত পদসমূহে আগ্রহী এবং যোগ্য বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহবান করছে।
Compensation & Other Benefits
- শিক্ষানবীশকালে (০৬ মাস) ১৫,০০০/-। স্থায়ীকরণের পর ১৮,০৯৫/- টাকা থেকে ২১,৯৮০/- টাকা।
- মোবাইল ভাতা ইত্যাদি মাসিক বেতনের অন্তর্ভুক্ত নয়।
- অন্যান্য সুবিধাদি: চাকুরী স্থায়ীকরণের পর সংস্থার নিয়মানুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, কর্মী কল্যাণ তহবিল থেকে চিকিৎসা অনুদান, মাতৃত্ব/পিতৃত্ব ছুটি সুবিধাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
Employment Status
Full Time
Job Location
Cumilla, Dhaka, Gazipur, Kishoreganj, Narayanganj, Narsingdi
Read Before Apply
অন্যান্য শর্তাবলী:
১। সকল পদের প্রার্থীকে সংস্থার কর্মএলাকা কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়নগঞ্জ, কুমিল্লা ও ঢাকা জেলার গ্রাম পর্যায়ে যেকোন স্থানে কাজ করতে সম্মত থাকতে হবে। উল্লেখিত কর্মএলাকার যেকোন স্থানে কাজ করতে সম্মত না থাকলে আবেদন করার প্রয়োজন নাই।
২। সকল পদে শিক্ষানবিসকাল ০৬ মাস।
৩। যোগদানের সময় সকল পদের প্রার্থীর জন্য মা/বাবা/আপন ভাই/বোন/নিকটতম আত্মীয় দ্বারা (কমপক্ষে একজন) জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে।
৪। চাকুরীতে যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী প্রার্থীকে ১০,০০০/- (সংস্থা ত্যাগকালে লভ্যাংশসহ ফেরৎযোগ্য) জামানত/সিকিউরিটি হিসাবে প্রদান করতে হবে।
৫। অভিজ্ঞদের ক্ষেত্রে সর্বশেষ ০৬ মাসের অধিক ক্ষুদ্রঋণ কার্যক্রমে কর্মরত নাই এবং অনিয়মের কারণে চাকুরীচ্যুত হয়েছে এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। ৬। অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের আবেদন করার প্রয়োজন নাই।
শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার এর জন্য ডাকা হবে। পিবিকে সকল নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা অবলম্বন করে এবং জামানতের টাকা প্রধান কার্যালয় ব্যতীত অন্য কোন (বিকাশ/নগদ/রকেট) মাধ্যমে জমা নেওয়া হয় না। প্রধান কার্যালয় ব্যতীত আর্থিক লেনদেন করলে পিবিকে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। পিবিকে কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তির যে কোন শর্ত শিথিল/সংশোধন/সংযোজনসহ যেকোন পর্যায়ে নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
পল্লী বিকাশ কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট https://pbk-bd.org/ ভিজিট করতে পারেন।।
Apply Procedure
Email Your CV
Send your CV to the given email pbkhrd0007@gmail.com
Hard Copy
আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত (সচল মোবাইল নম্বর ও ইমেইল এড্রেসসহ), জাতীয় পরিচয়পত্রের কপি, ড্রাইভিং লাইসেন্সের কপি, সকল শিক্ষগত সার্টিফিকেটের কপি, অভিজ্ঞতা ও ট্রেনিং সার্টিফিকেটের কপি এবং ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আবেদন আগামী ৩০.০৯.২০২৫ ইং তারিখ এর মধ্যে নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। ইমেইলে প্রেরণের ক্ষেত্রে অবশ্যই উল্লিখিত ডকুমেন্টসমূহের স্ক্যান কপি পাঠাতে হবে। খামের
উপর/ইমেইলের সাবজেক্ট লাইনে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানাঃ প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াসী টাওয়ার, ৫৭২/কে (১১তলা), মিরপুর ডিওএইচএস রোড (ইসিবি চত্বরের কাছে), মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদন করতে ক্লিক করুন আপ্লাই বাটনে।
Address:
Wasi Tower, 572/K (11th Floor), Mirpur DOHS Road, Matikata, Dhaka Cantonment, Dhaka-1206
Business:
Pally Bikash Kendra is a national NGO of Bangladesh working with Pally Karma Sahayak Foundation (PKSF) and other various donor.
About Us |
---|
jobspointbd.com – জবস পয়েন্ট বিডি বাংলাদেশের সর্বশেষ চাকরির খবর এখন হাতের মুঠোয়। jobspointbd.com (জবস পয়েন্ট বিডি) হলো একটি বিশ্বস্ত জব সাইট যেখানে প্রতিদিন সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ব্যাংক জব, এনজিও জব, শিক্ষক নিয়োগ, আইটি জবসহ সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এখানে আপনি পাবেন: সরকারি চাকরির বিজ্ঞপ্তি – বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি দপ্তর, ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠানের চাকরির খবর বেসরকারি চাকরির সার্কুলার – এনজিও, প্রাইভেট কোম্পানি, আইটি সেক্টর ও ফ্যাক্টরি জব চাকরির প্রস্তুতি সহায়িকা – আবেদন করার নিয়ম, যোগ্যতা, বেতন স্কেল ও পরীক্ষার সময়সূচি চাকরিপ্রার্থীরা যেন সহজেই নিজেদের উপযুক্ত চাকরির খবর খুঁজে পান, সে লক্ষ্যেই জবস পয়েন্ট বিডি নিয়মিত আপডেট হয়ে থাকে। বাংলাদেশে সরকারি ও বেসরকারি চাকরির সর্বশেষ আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 👉 jobspointbd.com |
পল্লী বিকাশ কেন্দ্র এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, পল্লী বিকাশ কেন্দ্র এনজিও বিশাল নিয়োগ ২০২৫, পল্লী বিকাশ কেন্দ্র এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, Pally Bikash Kendra-পল্লী বিকাশ কেন্দ্র এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি, পল্লী বিকাশ কেন্দ্র এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, পল্লী বিকাশ কেন্দ্র এনজিও”তে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৫,